অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো সেবা দেবো-খায়রুল হুদা চৌধুরী বাদল

Estimated read time 0 min read

রফিকুল হাসান সোহাগ॥

অতীতের যেকোন চেয়ারম্যানদের থেকে জনগনকে ভাল সেবা উপহার দেওয়ার অঙ্গীকার নিয়ে দায়িত্বভার গ্রহন করলেন নবনির্বাচিত চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল। এলাকার রাস্তাঘাট ব্রীজ কালভার্ড দ্রুত সংস্কার আশ্বাস দিয়েছেন তিনি। তিনি শাহবাজপুর থেকে জেলা শহর ব্রাহ্মণবাড়িয়ায় দ্রুত সময় মধ্যে যাওয়ার বিকল্প সড়কের ব্যবস্থা করবেন বলে আশা প্রকাশ করেন। গত মঙ্গলবার ১৮ জানুয়ারি শাহবাজপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত এক মিলাদ ও দোয়ার মাহফিলে খায়রুল হুদা চৌধুরী বাদল একথা বলেন। সভার প্রারম্ভে শাহবাজপুরের সর্বস্তরের জনগণ ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারী ও নবনির্বাচিত সদস্য গণ তাকে ফুলদিয়ে শুভেচ্ছা জানান। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলাধীন ১০ নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদের গত ২৮ নভেম্বর নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রসঙ্গত: গত ১১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রসাশক মহোদয় হায়াত উদ দৌলা খান নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours