অনন্ত বিরহ
***
জায়েদা আনোয়ারা মনি
ঘুম ভেঙে দেখি এক অনন্ত বিরহী নদী
দাঁড়িয়ে আছে আমার দুয়ারে।
দুবাহু বাড়িয়ে দারুণ আগ্রহে
কড়া নাড়ছে অনবরত।
আমি নদীকে
বড্ড বেশি ভয় পাই
আমি নদীর স্বভাব জানি
জানি পার ভাঙার কাহিনি এবং
যমুনা কীভাবে করলো রাধার সর্বনাশ।
ও যে আমায় নিঃস্ব করে দেয়
শুন্য করে দেয়, উজাড় করে দেয়
কেড়ে নেয় মনের সব হাসি আনন্দ
ভাসিয়ে নিয়ে যায় দুঃখের তীব্র স্রোতে।
আমি সেই স্রোতে ভেসে চলি
গন্তব্যহীন খড়কুটোর মত।
আমি তাই ভীত সন্ত্রস্ত হরিণীর মতো
হতবিহবল ছুটে চলছি নিরন্তর।
ক্লান্ত অবসন্ন আমি,
হঠাৎ কারো উচ্ছ্বসিত
হাসির ফোয়ারায় বিমুগ্ধ,
হারিয়ে গেলাম কিছুক্ষণ।
কিন্তু দরজা পেরিয়ে নদী
এবার চলে আসে অন্দরমহলে।
ক্লান্ত আমাকে জড়িয়ে নিয়েছে
পরম মমতায়।
অথচ আমি নদীকে ভয় পাই
বড্ড ভয় পাই
তবুও তার আলিঙ্গনে নিস্তব্ধ
পড়ে আছি, তার বাহুপাশ এড়ানোর
সাধ্য যে নেই আমার।
১৬.০৭.২২ খ্রি.
১ লা শ্রাবণ
+ There are no comments
Add yours