অনলাইন ডেস্ক॥
শোবিজের প্রায় সর্বত্রই বিচরণকারী এক পারফর্মারের নাম রুনা খান।
যেমন খুশি তেমন চরিত্রে অভিনয় করেন। এ ক্ষেত্রেও তিনি খুব সিলেক্টিভ।
বেছে বেছে কাজ করেন। সেটা তার প্রোফাইলে প্রবেশ করলেও বোঝা যাবে। তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’, বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’, সাজেদুল আউয়াল পরিচালিত ‘ছিটকিনি’ নামের সিনেমাগুলোও এমন নয় দর্শকের মাঝে খুব বেশি আলোচিত ছিল। পরিচালকদের নাম দেখলেও বোঝা যাবে তারা প্রত্যেকেই গুণী পরিচালক।
যাদের পরিচালনার গুণে ছবিগুলোতে তার অভিনয়ও সমালোচকদের নজর কাড়তে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন কাজ শেষ করেছেন রুনা খান। এর মধ্যে আছে একটি ওয়েবফিল্ম। মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে দৃশ্যায়িত ‘শোধ’ নামের এই কন্টেন্টটির পরিচালনায় আছেন শাহরিয়ার নাজিম জয়। অভিনয় করেছেন বক নামের একটি সিনেমায়।
দুটোই চ্যালেঞ্জিং চরিত্র বলে জানিয়েছেন রুনা খান। এ ছাড়া আরও কয়টি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে বলে জানিয়েছেন এই নায়িকা।
+ There are no comments
Add yours