অপেক্ষায় সালওয়া -‘স্বপ্নে দেখা রাজকন্যা

Estimated read time 1 min read
Spread the love

বিনোদন প্রতিবেদক॥

নাম তার নিশাত নাওয়ার সালওয়া। মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’র মাধ্যমে প্রথমবার সিনেমায় অভিনয় করেন তিনি। তবে পর্দায় তার অভিষেক হচ্ছে পরিচালক সাইদুল ইসলাম রানার ‘বীরত্ব’ দিয়ে। আগামী ১৬ই সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইমন। এরইমধ্যে প্রকাশ পেয়েছে এই সিনেমার গান ‘ভালোবাসা বলা হয়ে যায়’।

রোমান্টিক আমেজের গানটির শুটিং হয়েছে সিলেটের চা বাগান, জাফলংসহ বিভিন্ন লোকেশনে। গানটি গেয়েছেন ইমরান ও গায়িকা পূজা। তিনি জানান- কাজের অভিজ্ঞতা চমৎকার। গোছানো কাজ হয়েছে।

পর্দায় পুরো ছবিটি দর্শকের জন্য উপভোগ্য হবে। গান প্রকাশের পর অনেকেই বিভিন্নভাবে প্রশংসা করছেন। বড় পর্দায় নিজেকে দেখার অপেক্ষায় আছি। ছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদী। বর্তমানে সিনেমার অবস্থা বেশ ভালো। এ সময়ে ছবিটি মুক্তি পেলে দর্শকদের অবশ্যই ভালো লাগবে বলেই বিশ্বাস। ‘বীরত্ব’ সিনেমায় ইমন-সালওয়া ছাড়াও অভিনয় করেছেন নিপুণ আক্তার, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, রওনক হাসান, জয়ন্ত চট্টোপাধ্যায়, বড়দা মিঠু, কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, সাবিহা জামান, মুনতাহা এমিলিয়া প্রমুখ। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সাইদুল ইসলাম রানা।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours