অনলাইন ডেস্ক॥
জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ জানিয়েছেন, তার দেশের বিমান বাহিনী গাজার একটি হাসপাতালের আঙিনায় আকাশ থেকে জরুরি চিকিৎসা সামগ্রী পৌঁছে দিয়েছে।
জর্ডানের বাদশাহ বলেছেন, তার দেশ সবসময় ফিলিস্তিনের প্রতি জোরালোভাবেই সমর্থন জানিয়ে যাবে। যদিও আকাশ থেকে চিকিৎসা সামগ্রী ফেলার ব্যাপারে এখনো ইসরায়েল কোনো মন্তব্য করেনি।
গাজায় জর্ডান পরিচালিত হাসপাতালের আঙিনায় বিমান থেকে এখন চিকিৎসা সামগ্রী ফেলা হয়।
সামাজিকক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বাদশাহ আব্দুল্লাহ বলেছেন, গাজায় যারা আহত তাদের কাছে জরুরি চিকিৎসা উপকরণ পৌঁছে দেওয়া তার সামরিক বাহিনীর দায়িত্ব।
+ There are no comments
Add yours