আখাউড়া থেকে ইসমাইল হোসেন:
২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত একটার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌর শহরের মসজিদপাড়া বাইপাস পল্লী বিদুৎ অফিস সংলগ্ন এলাকায় রাস্তার পাশ থেকে মৃত অবস্থায় ওই লাশ উদ্ধার করেন পুলিশ। নিহত ব্যাক্তি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সেন্দা গ্রামের আবু সালেকের পুত্র মোঃ নাজিরুল ইসলাম (৩৫)। গত সাত বছর ধরে আখাউড়া পৌরসভার দুর্গাপুর পশ্চিম পাড়ার সফিকের বাড়িতে ভাড়া থাকতেন তিনি। এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির শরীরে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
+ There are no comments
Add yours