আখাউড়া সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে ৯৪৫ পিস ইয়াবা, ১০ (দশ) বোতল স্কফ সিরাপ, ৪ ক্যান বিয়ার এবং মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ১ জন, পলাতক ১জন নিয়মিত মামলার ১জন আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১১ফেব্রুয়ারি) বিকেলে আখাউড়া উপজেলার কর্ণেল বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মাদক মামলার আসামি মো: জনি মিয়া (২৭), আশরাফুল ইসলাম শুভকে (২০) ৯৪৫ ইয়াবা, ওয়ারেন্ট ভোক্ত পলাতক আসামি মো: রমজান মিয়া, মাদক মামলার পলাতক আসামি মো: রিদয় মিয়া, নিয়মিত মামলা একাধিক মাদক মামলার আসামি মো: খুরশিদ মিয়া এবং গতকাল (১০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার উপজেলার রামধনগর এলাকা থেকে ১০ বোতল স্কফ সিরাপ ও ৪ বোতল ক্যান বিয়ারসহ মো: হৃদয় মিয়া গ্রেপ্তার করে থানা পুলিশ।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানে ভারতীয় মাদকসহ ৩ জন এবং মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৩ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আখাউড়া থানায় পৃথক পৃথক মামলা রুজু করে। আজ শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
+ There are no comments
Add yours