আখাউড়ায় মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

Estimated read time 0 min read
Spread the love

মোঃ ইসমাইল হোসেন আখাউড়া থেকে॥

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ। সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানানো হয়। আইনমন্ত্রী আনিসুল হকের নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়ায় ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের উপর ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে এবং বিএনপির দুজন নেতাকে গ্রেপ্তার করেছে’ সোমবার দুপুরে ঢাকায় বিএনপি কার্যালয়ে বিএনপি মহাসচিবের দেওয়া এমন মন্তব্যের প্রতিবাদ জানায় দলটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল।

লিখিত বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল বলেন, আইনমন্ত্রী আনিসুল হকের নির্দের্শে আখাউড়ায় আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রেখে চলছে। আমরা কারও রাজনৈতিক কর্মকান্ডে বাঁধা দেয়নি। প্রশাসনও কারও বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেনি। আইনমন্ত্রীর নেতৃত্বে কসবা ও আখাউড়ায় শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছি। কসবায় ফৌজদারি মামলায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এখানে রাজনৈতিক কোন বিষয় নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইনমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি এড. আব্দুল্লাহ ভূইয়া বাদল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু কাউছার ভূইয়া, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours