আখাউড়ায় র‌্যাবের হাতে ফেন্সিডিলসহ ২ কারবারি আটক

Estimated read time 1 min read
Spread the love

আখাউড়া সংবাদদাতা ( ইসমাইল হোসেন ):

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউপি’র মেরাশানী গ্রামের মোঃ জালাল উদ্দীনের ছেলে মোঃ জাহেদুল ইসলাম ও চাউরা গ্রামের মৃত বারিক মিয়ার ছেলে মোঃ কাউছার। শনিবার রাতে র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভৈরব র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া পৌর শহরের বাইপাস এলাকা হতে তাদেরকে আটক করেন। এ সময় আসামীদের নিকট হতে ৩৯৪ বোতল ফেন্সিডিল ও ০১টি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।আসামীরা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রয় করে মর্মে স্বীকার করেন। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াদিন।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours