অনলাইন ডেস্ক:
দেশের সব সুপারশপে আজ মঙ্গলবার (০১ অক্টোবর) থেকে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ হলো। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ব নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ থেকে পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে সব সুপারশপে বা এর সামনে ক্রেতাদের জন্য পাট ও কাপড়ের ব্যাগ ক্রয়ের জন্য রাখার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এরই মধ্যে ডেইলি শপিং, স্বপ্ন, আগোরায় পলিথিনের ব্যবহার বন্ধ করা হয়েছে। সুপারশপগুলো এরই মধ্যে শপের বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি দিয়েছে। তাদের যে টিস্যু ব্যাগ, জালি ব্যাগ ছিল সেগুলো সরিয়ে নিয়েছে। পরিবেশ অধিদপ্তর থেকে পাটের তৈরি বিভিন্ন আকৃতির ব্যাগ দেওয়া হচ্ছে। যার মূল্য ৬ থেকে ১৭ টাকা পর্যন্ত। কাস্টমারদের সেগুলো কিনে নিতে হবে।
+ There are no comments
Add yours