স্টাফ রিপোর্টার॥
ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী আনন্দবাজার ব্যবসায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে (১৫ অক্টোবর) রবিবার বিকেলে আনন্দবাজারে কমিটির প্রধান উপদেষ্ঠা বিশিষ্ট শালিসকারক ও সমাজসেবক হাজী তাজ মোহাম্মদ ইয়াসিনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এসময় সকলের মতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় যে আগামী পনেরো দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ আনন্দবাজার ব্যবসায়ী কমিটি গঠণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি হাজী মো. বাবুল মিয়া, সাবেক সহসভাপতি হাজী মো. দুলাল আনসারী, সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল মিয়া, উপদেষ্ঠা মো. আলমগীর মিয়া প্রমুখ।
+ There are no comments
Add yours