অনলাইন ডেস্ক॥
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের ক্ষেত্রে আপিলে এ পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৬৮ জন। এর মধ্যে আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) তৃতীয় দিনে ৬১ জন প্রার্থিতা ফিরে পান।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন গত তিনদিন ধরে আপিল শুনানি করছেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, এর আগে গতকাল সোমবার ৫১ জন ও তার আগের দিন রোববার ৫৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন।
সূত্রটি আরও জানায়, নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দাখিল করা ২ হাজার ৭১২টি মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন কারণে ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১ জন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেন। এসব আপিল আবেদন বিষয়ে ১০ ডিসেম্বর থেকে শুনানি শুরু হয়েছে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। রায়ে সন্তুষ্ট না হলে প্রার্থীদের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।
+ There are no comments
Add yours