অনলাইন ডেস্ক॥
গত সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবার বিশ্ববাজারে সোনার দামে বড় উত্থান হয়েছে।
একদিনেই প্রতি আউন্স সোনার দাম বেড়েছে প্রায় ৬৪ ডলার। বিশ্ববাজারে সোনার এমন দাম বাড়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়বে- এমনটাই ধারণা করা হচ্ছে। ৎ
ফলে দেশের বাজারে বাড়তে পারে দামি এই ধাতুর দাম। এতে আবারও দেশের বাজারে এক ভরি সোনার দাম এক লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে।
কাল রোববার (১৫ অক্টোবর) বৈঠকে বসবে সোনার দাম নির্ধারণে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গঠিত কমিটি। ‘বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’ নামের এই কমিটির বৈঠকের পর সোনার দাম বাড়ানোর ঘোষণা আসতে পারে।
+ There are no comments
Add yours