অনলাইন ডেস্ক॥
করণ জোহরের জনপ্রিয় শোতে এসে মনের কথা উজাড় করে দেন বলিউড তারকারা। যার জন্য মাঝেমধ্যে অবশ্য বিপাকেও পড়তে হয়েছে অনেক তারকাদের।
সম্প্রতি ‘কফি উইথ করণ’ শোতে এসেছিলেন বলিউডের দুই অভিনেত্রী কারিনা কাপুর ও আলিয়া ভাট।
শোতে এসে বিভিন্নসময় রণবীরকে নিয়ে তৈরি হওয়া একাধিক বিতর্ক প্রসঙ্গে কথা বলেছেন আলিয়া।
অভিনেত্রী বলেন, আমাকে নিয়ে ঝুড়িঝুড়ি ভুল ধারণা আছে মানুষের মনে। অনেকে ভাবেন আমি বিবাহিত জীবনে সুখী নই। আমার আর রণবীরের দাম্পত্য সুখের নয়। কেউ বলেন, আমি অস্ত্রোপচার করে রোগা হয়েছি। কারও মনে হয়, আমি মুখে ফর্সা হওয়ার দ্রব্য লাগিয়েছি। কিন্তু বিশ্বাস করুন, আমি এগুলো একদম পাত্তাই দিই না।
এদিকে, এপিসোডের এই বিশেষ ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলিয়াকে নিয়ে ট্রলে মজেছে নেটদুনিয়া।
+ There are no comments
Add yours