অনলাইন ডেস্ক॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের জনগণের কল্যাণ চেয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি তার (বঙ্গবন্ধুর) কন্যা। আমার একটাই দায়িত্ব, দেশের প্রতিটি মানুষ ঘর পাবে, রোগের চিকিৎসা পাবে। প্রতিটি ছেলে-মেয়ে লেখাপড়া শিখবে, মানুষের মতো মানুষ হবে। বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ হবে। বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।’
আজ শনিবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন টাউনশিপ মাঠে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বিএনপি-জামায়াত জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করছে। গাড়ি-ঘোড়া সব পুড়িয়ে দিচ্ছে। মানুষকে পুড়িয়ে মারা, সম্পদ পুড়িয়ে নষ্ট করা—এটাই তাদের কাজ।
বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘তাদের কোনো দেশপ্রেম নেই। মানুষের প্রতিও তাদের কোন দায়িত্ববোধ নেই। কোনো মানুষের মধ্যে যদি মনুষ্যত্ববোধ থাকে, তাহলে জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে পারে না। আমরা উন্নয়ন করি, আর ওরা নষ্ট করে।’
মহেশখালীবাসীর কাছে নৌকা প্রতীকে ভোট চেয়ে আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, ‘আজকে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছি, সেটা আমাদের বাস্তবায়ন করতে হবে। আর এটা বাস্তবায়ন করতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকেই ক্ষমতায় আনতে হবে।’
সূত্র: ইত্তেফাক
+ There are no comments
Add yours