অনলাইন ডেস্ক নিউজ॥
সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার রাতের কোনো এক সময় বিমানবন্দরটির বিভিন্ন অংশে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইহুদিবাদী সেনারা।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বুধবার রাত ৮টায় ইসরায়েল আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে স্থাপনাটির মূল অংশের বস্তুগত ক্ষতি হয়েছে। তবে হামলায় কেউ হতাহত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানায়নি সানা।
লন্ডন-ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বিমানবন্দরটির রানওয়ে এবং গোডাউন অংশে চারটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বুধবারই রাজধানী দামেস্ক ও এর আশপাশের অঞ্চলকে লক্ষ্য করে নিক্ষিপ্ত একাধিক ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
ইসরায়েল ১৯৬৭ সালের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তেল আবিব ও দামেস্ক কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে। ইসরায়েল দখলীকৃত গোলান মালভূমিতে উল্লেখযোগ্য সংখ্যক সেনা মোতায়েন করে রেখেছে এবং সিরিয়ায় আগ্রাসী হামলার ক্ষেত্রে গোলান মালভূমিকে ব্যবহার করে দখলদার ইসরায়েল। সূত্র: আল-জাজিরা
+ There are no comments
Add yours