বিনোদন ডেস্ক ॥
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এক সময় নাটকের নিয়মিত মুখ ছিলেন। তবে ব্যক্তিগত জীবনের একটি ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।
অনেক সময় লাগলেও সেই ধাক্কা কাটিয়ে সামলে উঠেছেন প্রভা। ফিরেছেন অভিনয়ে। তবে খুব কম নাটকেই কাজ করতে দেখা যায় তাকে।
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। প্রায়ই ছবি শেয়ার করেন, মনের অনুভূতি ফুটিয়ে তোলেন স্ট্যাটাসে। কখনো আবার অনুসারীদের পরামর্শ দেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট তার ক্যাপশনে প্রভা লেখেন, ‘আপনি যতই সরল পথে চলুন, তারপরও কিছু মানুষ আপনার বাঁকা ছায়া নিয়েও সমালোচনা করবে! তাই আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচুন, মানুষের জন্য না।’
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর সেই পোস্টের সঙ্গে ভালোবাসার একটি ইমোজিও জুড়ে দেন। পোস্টে কমেন্ট করে অনেকেই তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
+ There are no comments
Add yours