নিত্য যানজটের দিন শেষ করতেই এমন গাড়ি আসছে বাজারে। এই গাড়ি এবার উড়বে আকাশ পথে। প্রায় ১৪ বছরের কারিগরী ও প্রযুক্তির লড়াইয়ের ফল পেয়েছে ‘স্যামসন সুইচব্লেড’। তাদের উদ্ভাবিত তিনচাকার এই স্থলযানের বোতাম টেপার সঙ্গে সঙ্গেই এটি পরিণত হবে উড়োযানে। আকাশ পথে ঘণ্টায় ২০০ মাইল বেগে ছুটতে পারবে এই যান।
পরীক্ষামূলকভাবে উড়ুক্কু গাড়ি চালানোর কথা ভাবছে নির্মাণকারী সংস্থা। ‘সুইচব্লেড’, নামটি এসেছে তাঁর ছুরির মতো ডানার জন্য। দু-সিটার গাড়ি পুশ বাটন টেপার তিন মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় ওড়ার জন্য। ৩ সিলিন্ডার বিশিষ্ট, ১ দশমিক ৬ লিটারের লিকুইড-কুল ইঞ্জিনে লাগে ৯১ অক্টেন পাম্প গ্যাস যা উৎপন্ন করে ১৯০ হর্সপাওয়ার। বলা হচ্ছে এটা জেনারেটরের মতো কাজ করে।
ড্রাইভিংয়ের সময় ইলেকট্রিক হুইলে ভর করে এগিয়ে যায়। ওড়ার সময় কাজ করে ইলেকট্রিক প্রপ মোটোর। এই গাড়ি ওড়ার আগে ও পরে কোনও এয়ারস্ট্রিপের প্রয়োজন নেই। ৩৩৫ মিটার রানওয়ে পেলেই সম্ভব হয় তার টেকঅফ। ল্যান্ডিংয়ের জন্য দরকার ২১৩ মিটার জায়গা। যে কোনও সাধারণ গ্যারেজেই এই গাড়ি ফিট করে যাবে। দাঁড়িয়ে থাকলে উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি। দেখতে গেলে একটি সিডান গাড়ির জায়গাই নেয় এই গাড়ি-বিমানের ককটেল। যেহেতু এই গাড়ির ফ্লাইং গিয়ারগুলি অনায়াসে ফোল্ড হয়ে যায়, সেহেতু কোনও সমস্যা হয় না। এবার বুঝতেই পারছেন যানজটে আটকে থাকার দিন শেষ হচ্ছে শীঘ্রইআসছে আকাশে উড়ার এই গাড়ি।
+ There are no comments
Add yours