বিনোদন ডেস্ক॥
দক্ষিণী অভিনেত্রী সামান্থা পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আইটেম গানে পারফর্ম করে আলোচনায় আসেন। এই সিনেমা তার জীবনের টার্নিং পয়েন্ট। তার অভিনয় জীবনে নতুন সিনেমার সংখ্যার পাশাপাশি বাতিল করা সিনেমার সংখ্যাও বাড়ছে। সম্প্রতি ‘জুনিয়র এনটিআর’ সিনেমায় কাজ করার প্রস্তাব আসে, কিন্তু তা প্রত্যাখ্যান করেছেন এই অভিনেত্রী।
সিনেমাটির নির্মাতা কোরাতালা শিভা চেয়েছিলেন সামান্থা মূল চরিত্রে অভিনয় করুক। কিন্তু পারিশ্রমিক সমস্যার কারণে সিনেমাটি বাতিল করেছেন তিনি। সিনেমাটির জন্য অভিনেত্রীকে আড়াই কোটি টাকার প্রস্তাব করেছিলেন নির্মাতা। তবে সামান্থা বলেছিলেন, ৪ কোটির কমে সিনেমাটি করবেন না। পারিশ্রমিক মন মতো না হলে সিনেমায় চুক্তিবদ্ধ হবেন না সামান্থা।
বিষয়টি নিয়ে সামান্থা গণমাধ্যমকে বলেন, ‘আমাদের মাঝে কী ঘটেছে সেটা বলতে চাচ্ছি না। তবে একটু বলছি, কম পারিশ্রমিকে কাজ করবো না। তাই সিদ্ধান্ত নিয়েছি পারিশ্রমিক মনের মতো না হলে সিনেমায় চুক্তিবদ্ধ হবো না।’ সামান্থা অভিনীত ‘যশদা’, ‘শুকুন্তলাম’ ও ‘খুশি’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।
+ There are no comments
Add yours