আ.লীগের মনোনয়ন পেলেন ২৪ নারী

Spread the love

অনলাইন ডেস্ক॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে গতকাল রোববার। এর মধ্যে নারী ২৪ জন।
মনোনীত নারীরা হলেন- গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা, রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী, শেরপুর-২ মতিয়া চৌধুরী, চাঁদপুর-৩ ডা. দীপু মনি, লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী, গাইবান্ধা-১ আফরুজা বারী, গাইবান্ধা-২ মাহব্বু আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ উম্মে কুলসুম স্মৃতি, বগুড়া-১ সাহাদারা মান্নান, সিরাজগঞ্জ-২ মোছা. জান্নাত আরা হেনরী, বাগেরহাট-৩ হাবিবুন নাহার, বরগুনা-২ সুলতানা নাদিরা, বরিশাল-৪ শাম্মী আহমেদ। এ ছাড়া ময়মনসিংহ-৩ নিলুফার আনজুম, কিশোরগঞ্জ-১ সৈয়দা জাকিয়া নূর, মানিকগঞ্জ-২ মমতাজ বেগম, মুন্সীগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিন, ঢাকা-৪ সানজিদা খানম, গাজীপুর-৩ রুমানা আলী, গাজীপুর-৪ সিমিন হোসেন (রিমি), গাজীপুর-৫ মেহের আফরোজ, কুমিল্লা-২ সেলিমা আহমাদ, চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার ও কক্সবাজার-৪ আসনে শাহীন আক্তার।

 

 

 

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours