ইউটিউব গ্রামে প্রতি পরিবারের আয় সোয়া লক্ষ টাকা!

Estimated read time 1 min read

ডেস্ক রিপোর্ট॥

গ্রামে মোট বাসিন্দা তিন হাজার। তাদের মধ্যে এক হাজার জনই ইউটিউবার। গ্রামের প্রতিটি পরিবারেরই আয় লক্ষাধিক রুপি বা সোয়া লাখ টাকার মতো। এমনই একটি গ্রামের সন্ধান পাওয়া গেছে ভারতের ছত্তিশগড়ে। যেখানে কেউ কমেডিয়ান, কেউ যাত্রাপালার সঙ্গে জড়িত। বাচ্চা থেকে বৃদ্ধ সকলেরই কোনও না কোনও শিল্পীসত্তা রয়েছে। গ্রামটির নাম তুলসী।

ছত্তিশগড়ের রাজধানী রাইপুর থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। জানা গিয়েছে, গ্রামটিতে কৃষিকাজ যেমন জীবিকার একটি উপায়, তেমনই যুবক-যুবতীরা পড়াশোনার পাশাপাশি ইউটিউবে নিজেদের শিল্পীসত্তা তুলে ধরে প্রচুর উপার্জনও করছেন। তাদের মধ্যে অনেকে সফল হয়েছেন।

আবার ব্যর্থও হয়েছেন কেউ কেউ। গ্রামের বেশিরভাগ মানুষই নিজেদের ইউটিউব চ্যানেল খুলে সেখানে নানা রকম ভিডিও আপলোড করেন। আর সেখান থেকে উপার্জনও করছেন তারা।’

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours