অনলাইন ডেস্ক॥
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এবার বিপদে পড়তে যাচ্ছেন। শনিবার (১১ নভেম্বর) দ্য নিউজের এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথাই বলা হয়েছে।
দ্য নিউজ বলছে, ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) বুশরা বিবির বিরুদ্ধে নির্দিষ্ট কিছু প্রমাণ যাচাই করছে। যদি তারা নিশ্চিত হয় তাহলে বুশরা বিবি সাক্ষীর তালিকা থেকে অভিযুক্তর তালিকায় আসবেন।
সূত্র জানিয়েছে, এনএবি বেশকিছু নতুন প্রমাণ পেয়েছে, তারা এসব ক্রসচেক করছে। এ থেকে তারা নিশ্চিত হলে বুশরা বিবিকে গ্রেপ্তার করা হতে পারে। দ্য নিউজ বলছে, বুশরা বিবির বিরুদ্ধে কিছু আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির বিভিন্ন টিভি চ্যানেলের রিপোর্টে বুশরা বিবির ঘনিষ্ঠ বান্ধবী ফারাহ শাহজাদির দুর্নীতির খবর প্রকাশ করা হয়েছে। পরবর্তী সময়ে পিএমএলএন এর আত্তা তারার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। সেখানে শাহজাদির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং এতে ইমরান খান ও বুশরা বিবির সম্পৃক্ততা নিয়ে কথা হয়।
+ There are no comments
Add yours