দেশব্যাপী সামরিক ড্রোনের বিশাল মহড়া চালাচ্ছে ইরান। বুধবারই এই ড্রোন মহড়া শুরুর কথা জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর উপ–সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি। তিনি বলেছেন, সেনাবাহিনীর বিভিন্ন শাখা এই মহড়ায় অংশ নেবে। গত মঙ্গলবার তেহরানে এক ঘোষণায় তিনি জানান, ১৫০টির বেশি অত্যাধুনিক সামরিক ড্রোন এ মহড়ায় অংশ নিচ্ছে। ইরানের সেনাবাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলো যৌথভাবে এসব ড্রোন নির্মাণ করেছে। মহড়ায় ইরানের ড্রোন শক্তির ক্ষুদ্র একটি অংশ প্রদর্শন করা হবে। অ্যাডমিরাল সাইয়্যারি বলেন, আসন্ন মহড়ায় ড্রোনগুলোর নিখুঁত উড্ডয়ন ও আঘাত করার ক্ষমতা, এগুলোর পরিচালনা ব্যবস্থার কার্যকারিতা এবং যুদ্ধ সক্ষমতা পরীক্ষা করা হবে। ইরানের সশস্ত্র বাহিনীর চার শাখা এবং যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই প্রথম একযোগে ড্রোনের মহড়া চালাতে যাচ্ছে। দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান সাগর থেকে শুরু করে উত্তরে কাস্পিয়ান সাগর পর্যন্ত প্রায় সারাদেশে এই ড্রোন মহড়া চালানো হবে বলে জানান ইরানের এই সিনিয়র কমান্ডার।
ইরানে সামরিক ড্রোনের বিশাল মহড়া

Estimated read time
1 min read
You May Also Like
Эффективная стратегия для лайв-ставок в Pin-Up: советы и рекомендации
February 15, 2025
Discover How to Register at Ricky Casino Online Casino Hobbyist
February 15, 2025
More From Author
স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল: যাত্রীর চাপ কম
October 31, 2023
এমন কোনো চাপ নেই যেটা শেখ হাসিনাকে দিতে পারে, এটা মাথায় রাখতে হবে
October 31, 2023
কটাক্ষের মুখে অভিনেত্রী পার্নো মিত্র
October 31, 2023
+ There are no comments
Add yours