অনলাইন ডেস্ক॥
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছেন, গাজায় যে কোনো দখলদারিত্ব হবে ‘বড় ভুল’। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, তিনি গাজার লোকজনের জন্য একটি মানবিক করিডোর তৈরি এবং ত্রাণ সরবরাহের পক্ষে।
সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন, গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক আক্রমণ চালানো হামাসকে নির্মূল করতে হবে।
এছাড়া বাইডেন হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে ইরান ও হেজবুল্লাহ যেন যুক্ত না হয়- সে বিষয়ে সতর্ক করেছেন। সেই সঙ্গে হামাসের কাছে জিম্মি মার্কিন নাগরিকদের উদ্ধারের জন্য ‘সবকিছু’ করার কথা জানিয়েছেন তিনি।
এদিকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, বাইডেন আগামী দিনগুলোতে ইসরায়েল সফরের কথা ভাবছেন। দেশটির প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তবে সফরের কিছুই চূড়ান্ত হয়নি। সম্ভাব্য সফর নিয়ে অভ্যন্তরীণ আলোচনা প্রকাশ্যে আনা যাবে না।
+ There are no comments
Add yours