অনলাইন ডেস্ক॥
ইসরায়েলের হামলায় গাজার অন্তত ৩০টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। অবরুদ্ধ গাজায় জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে। একই সঙ্গে সেখানে মেডিকেল সামগ্রীও শেষ হয়ে গেছে। সে কারণে বেশিরভাগ হাসপাতালই তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে।
এছাড়া অনেক হাসপাতাল আবার এমন এক অবস্থার মধ্যে রয়েছে যে তারা শুধু জরুরি সেবা দিতে পারছে। অন্যান্য রোগীদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। গাজার আল নাসর হাসপাতালে শুধু জরুরি বিভাগ চালু রয়েছে। সেখানকার আর সব বিভাগের কার্যক্রম এখন বন্ধ রাখা হয়েছে।
আগামী কয়েক দিন বা কয়েক ঘণ্টার মধ্যেই আরও কিছু হাসপাতালও তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হবে। এখনই জরুরি ভিত্তিতে গাজায় জ্বালানি সরবরাহ করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।
এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামাসের হামলায় ইসরায়েলে ১৪০০ জন নিহত এবং ২২৯ জনকে জিম্মি করা হয়েছে বলে দাবি করা হয়।
+ There are no comments
Add yours