উদ্যোক্তা হিসেবে নারীরাও পুরুষের পাশাপাশি এগিয়ে যাচ্ছে

Estimated read time 1 min read
Spread the love

একঝাক তরুন নারী উদ্যোগক্তা নিয়ে গতকাল বুধবার ২৩ মার্চ শহরের পাইকপাড়ায় সিলভার ফর্ক রেস্টুরেন্টে ক্ষুদ্র উদ্যোক্তাদের সংগঠন আত্মনির্ভরশীল বাংলাদেশ এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপদেষ্টা সঞ্জয় কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক আমির আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান, অ্যাড. মোহাম্মদ লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি। সংগঠনের এডমিন সৌরভ সাহার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন কাশপিয়া, চাঁদনী আলম, আবেদীন কবির,হোসনা আক্তার, অনন্যা আক্তার প্রমুখ। আমন্ত্রিত অতিথিবৃন্দ সংগঠনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান করার তাগিদ দেন এবং সংগঠনের পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন৷ অনুষ্ঠানে বর্ণিল রহমান অমি, মহিমা ইসলাম, পিংকি প্রিয়া, তানজিনা আক্তার, স্বর্ণা নন্দী, রবিনসহ প্রায় ৩০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন৷ উদ্যোক্তাদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। সবশেষে কেক কাটার মধ্য দিয়ে প্রথম পর্বের সমাপ্তি ঘটে।

২য় পর্বে সমাজসেবক কোহিনূর আক্তারের নেতৃত্বে “স্বপ্নের ব্রাহ্মণবাড়িয়া ” সংগঠন থেকে ২০ জন পথশিশু কে নিয়ে আসেন৷ তাদেরকে মধ্যাহ্ণভোজে আপ্যায়িত করা হয়। এসময় পথশিশুদের পেয়ে সবাই আপ্লূত হয়ে পড়েন। সোহেল রানা এবং মাঙ্গলিকা দেবী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, উদ্যোক্তা হিসেবে নারীরাও পুরুষের পাশাপাশি সমান তালে এগিয়ে যাচ্ছে। নারীদের এই অগ্রযাত্রায় সমাজের সকল স্তরের মানুষের উৎসাহ থাকা জরুরী। প্রেস বিজ্ঞপ্তি।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

2Comments

Add yours

+ Leave a Comment