এই দেশে চোর নেই, হারায় না কিছুই!

Estimated read time 1 min read
Spread the love

অনলাইন ডেস্ক॥

এমন আজব এক দেশের গল্প বলবো যেখানে চুরি হয় না কিছুই। বলছি জাপানের কথা। জাপান এমন একটি দেশ, যার উন্নত প্রযুক্তি ও অত্যাধুনিক সিস্টেমের কারণে মানুষের হারানো জিনিস খুব দ্রুত খুঁজে পাওয়া যায়। এবং সেই জিনিসের মালিককে তিন মাসের মধ্যে খুঁজে পাওয়া না গেলে তা প্রাপ্ত ব্যক্তি বা পৌরসভাকে ফেরত দিয়ে দিতে হবে।

নাগরিকদের উন্নত জীবন, অত্যাধুনিক প্রযুক্তি এবং সরল মনের মানুষদের জন্য এই দেশ বিশ্ববিখ্যাত। তবে শুধু এইগুলিই যে জাপানে বিখ্যাত তা নয়, দেশের প্রশাসনিক শৃঙ্খলাও অন্যান্য দেশের থেকে অনেক বেশি উন্নত। বরং বলা ভালো, অনন্য। জানেন কি যে, এই দেশে কোনো জিনিস চুরি যায় না। দুর্ঘটনাক্রমে তা হারালেও সুশৃঙ্খল সিস্টেমের সাহায্যে তা দ্রুত ফিরে পাওয়া যায়।

জাপানে হারিয়ে যাওয়া জিনিস সহজেই ফেরত পাওয়া যায়। শুধু তাই নয়, এখানে কারো কোনো জিনিস হারিয়ে গেলে বা কেউ ট্রেনের সিটের নিচে ব্যাগ ফেলে রেখে গেলে অথবা ভুল করে পার্স ফেলে দিলে তা ফেরত মেলে সহজেই। ওই দেশে প্রতি বছর প্রায় ১২.৬ কোটি মানুষ কিছু না কিছু হারান। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেই হারানো জিনিস ফিরে পান। আর এসবই সম্ভব হয় এখানকার আইন-কানুন এবং সংস্কৃতিগত বিষয়গুলোর কারণে।

জাপানের এই প্রশাসন ব্যবস্থাগুলো এতটাই দক্ষতার সঙ্গে কাজ করে যে, যে কেউ তা দেখে ও শুনে অবাক হয়ে যান। হারানোপ্রাপ্তির প্রক্রিয়া শুরু হয় স্থানীয় কোবান থেকে। এটি এক বা দুই কক্ষের একটি পুলিশ কেবিনের মতো। জাপান জুড়ে ৬৩০০টি কোবান বা ছোটো পুলিশ স্টেশন রয়েছে। যেগুলো কৌশলগতভাবে স্থাপন করা হয়েছে। এটি তৈরি করার উদ্দেশ্য হল, কোবানের সাহায্যে বেশিরভাগ মানুষ সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

জাপানে খুঁজে পাওয়া জিনিসটি লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে রাখেন কর্তব্যরতরা। এরপর তার তদন্ত করা যায়। মালিকের খোঁজ করা হয়। শুধু তাই নয়, কেন্দ্রের একটি লস্ট অ্যান্ড ফাউন্ড ওয়েবসাইটও হয়েছে, যাতে মানুষ তাদের হারানো জিনিস খুঁজতে পারেন। ওয়েবসাইটে হারিয়ে যাওয়া জিনিসপত্রের তালিকা দেখা যায়। হারিয়ে যাওয়া জিনিসটির সঠিক মালিককে তিন মাসের মধ্যে খুঁজে না পাওয়া গেলে, সেটি যিনি খুঁজে পেঁয়েছেন সেই ব্যক্তির কাছে ফেরত দেওয়া হয়। অথবা পৌর সরকারকে দিয়ে দেওয়া হয়।

জাপানের রেলওয়ে স্টেশনগুলো খুব ব্যস্ত, এবং এই রেলওয়ে স্টেশনগুলোতে হারিয়ে যাওয়া জিনিসগুলো পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, এই ব্যবস্থায় জাপানের সংস্কৃতিরও বিরাট অবদান রয়েছে। এখানকার স্কুলে শিশুদের নৈতিক শিক্ষা দেওয়া হয়। তাই কেউ জাপানে গিয়ে কিছু হারিয়ে ফেললে চিন্তা করবেন না, তিনি তাঁর জিনিস অবশ্যই ফেরত পাবেন।নেই

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours