এই রহস্যময় সড়ক দিয়ে নিজে থেকে উপরে ওঠে যায় সবকিছু!

Estimated read time 1 min read
Spread the love

অনলাইন ডেস্ক॥

লাদাখে এমন অনেক জায়গা আছে যেগুলি যেমন সুন্দর, আর তেমনই রহস্যময়। এখানে এমন একটি জায়গা রয়েছে যেখানে গাড়ি-ঘোড়া উপরের দিকে চলতে শুরু করে আপনা আপনি। ভারতে এই পাহাড়ি জায়গায় কেন সব জিনিস নীচের দিকের পরিবর্তে উপরে যায়? গল্প নয়, সত্যি ঘটনা এটি। এই স্থানটি রয়েছে ভারতের লাদাখে।

এর পোশাকী নাম ম্যাগনেটিক হিল বা চৌম্বক পর্বত। লেহ-কারগিল সড়কের লেহ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত রাস্তাটিতে মাধ্যাকর্ষণের বিপরীত নিয়ম দেখা যায়। মাধ্যাকর্ষণের নিয়ম অনুযায়ি রাস্তা দিয়ে বা পাহাড়ি পথে যাওয়ার সময় গাড়ি উপর থেকে নীচের দিকে যায়। কিন্তু এই পথে গাড়ি গেলে উপরের দিকে উঠে যায়।

আর এই কারণেই এই স্থানটি লোকজনকে দারুণভাবে আকর্ষণ করে। এই পর্বতটি মিস্ট্রি হিল বা গ্র্যাভিটি হিল নামেও পরিচিত। বলা হয় যে, এখানে যদি কাউকে ইঞ্জিন সহ রেখে দেওয়া হয় তাহলে সেই গাড়ি অনায়াসে ঘন্টায় ২০ কিলোমিটার বেগে চলতে পারে।

এই কারণেই মানুষ একে মিস্ট্রি হিল বলে। এই অনন্য স্থানটির রহস্য সমাধানের জন্য বহু বিজ্ঞানী বহুবার চেষ্টা করেছেন।

লাদাখের বাসিন্দারা বিশ্বাস করেন যে এখানে একটি রাস্তা ছিল যা মানুষকে স্বর্গে পৌঁছে দিত। যাঁরা স্বর্গে যাওয়ার যোগ্য ছিলেন তাঁরা নাকি এই সরল পথে স্বর্গে যেতেন।

আর যাঁরা এর যোগ্য ছিল না তাঁরা কখনও এখান থেকে যেতে পারতেন না। আর বৈজ্ঞানিকদের যুক্তি হল দুটি।

প্রথমটি হল চৌম্বকীয় বলের তত্ত্ব এবং দ্বিতীয়টি অপটিক্যাল ইলিউশনের তত্ত্ব। ম্যাগনেটিক হিলের পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সিন্ধু নদ। এখানকার আশপাশের দৃশ্য দেখলে মন্ত্রমুগ্ধ হয়ে যেতে হয়।

লাদাখ থেকে মাত্র কয়েক মিটার দূরে ম্যাগনেটিক হিল রোডের ধারে একটি হলুদ রঙের বাক্সে নজরে পড়ে পর্যটকদের।

যেখানে বড় বড় করে লেখা রয়েছে যে, “এখানে আপনি আপনার গাড়িটি নিউট্রাল গিয়ারে পার্ক করুন। নইলে কি হবে, তা তো বুঝতেই পারছেন।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours