অনলাইন ডেস্ক ॥
একসাথে ১০ কোটি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করেছেন এই ব্যক্তি ! শুনতে অবাক লাগলেও এমনটাই সত্যি। তিনি হচ্ছেন একজন বিশ্ব রেকর্ডার স্কাই ডাইভার লুইগি ক্যানি! এদিকে সব থেকে ছোট প্যারাসুট দিয়ে স্কাই ডাইভিং করার রেকর্ড আছে তার ! এটিও যেন তার আরেকটি অনন্য বিশ্ব রেকর্ড ! অ্যামাজন জঙ্গলে একসাথে প্রায় ২৭ টি প্রজাতির প্রায় ১০০ মিলিয়ন গাছের বীজ বপন করার রেকর্ড রয়েছে তার কপালে! এটি তিনি করেছেন বিমান থেকে লাফ দিয়ে স্কাই ডাইভিং করতে করতে। জানা যায়, প্রায় ৩০০ কিলোমিটার জায়গা জুড়ে বীজ বপন করেছেন তিনি। অ্যামাজন জঙ্গলের একটি প্রোজেক্টের আদলে মিশন হিসেবে এই কাজটি করেন লুইগি ক্যানি ! গণমাধ্যমরে একজন কর্মী বওেলন, এই ধরনের বিশ্ব রেকর্ড পৃথিবীর জন্য অত্যন্ত উপকারী। আমাদেরও উচিত এমন রেকর্ডের চেষ্টা করা।
+ There are no comments
Add yours