অনলাইন ডেস্ক॥
বিএনপির চলমান অবরোধে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঠেকাতে দূরপাল্লার বাসগুলো ঢাকা ছাড়বে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) প্রহরায়।
কয়েকটি কোম্পানির বাস একটি নির্দিষ্ট সময়ে একত্রে করে এই সেবা দেওয়া হবে। এ জন্য বাসমালিকদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে এক ভিডিও বার্তায় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।
খন্দকার আল মঈন বলেন, ‘অবরোধের সময় দেশব্যাপী র্যাবের ৪৬০টি টহল দল রয়েছে। আমরা সম্মিলিত টহল দিচ্ছি এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি পণ্য ও যাত্রী পরিবহনের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। বিভিন্ন দূরপাল্লার পরিবহনগুলোর মালিকদের সঙ্গে আমরা সমন্বয় করছি। দূরপাল্লার বাসগুলোকে একটি নির্দিষ্ট সময়ে স্কট দিয়ে আমরা গন্তব্যে পৌঁছে দেব।’
+ There are no comments
Add yours