এবার প্যান্টের পকেটে বিস্ফোরিত হলো ওয়ানপ্লাসের ফোন

Estimated read time 1 min read
Spread the love

অনলাইন ডেস্ক :

প্যান্টের পকেটে মোবাইল ফোন বিস্ফোরণ- কথাটা শুনতেই কেমন অবাক লাগছে- তাই না। এটাই সত্য যে- আবারও বিস্ফোরিত হলো ওয়ানপ্লাসের নর্ড ২ সিরিজের একটি মোবাইল ফোন। এবার প্যান্টের পকেটে থাকাকালীনই হঠাৎ শব্দ করে ফেটে যায় মোবাইলটি। এমনটিই অভিযোগ করেছেন সুহিত শর্মা নামের এক যুবক।

জানা যায়, চলতি মাসের ৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বিস্ফোরিত হওয়া ওয়ানপ্লাসের একটি ছবি টুইট করেন সুহিত। সাথে তিনি লিখেন, ব্যবহারকারীদের সাথে এভাবে খেলা করা বন্ধ করুন। এর ফল আপনাদেরও ভোগ করতে হবে। ভাবতেও পারিনি ওয়ানপ্লাসের ফোন কিনে এই হাল হবে।
তার টুইট করা ছবি দেখে বোঝা যায়, স্মার্টফোনটি বিস্ফোরণে প্রায় সম্পূর্ণ ঝলসে গিয়েছে। এমনকি পকেটের ভেতর বিস্ফোরণ হওয়ায় তিনি আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। এদিকে বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে চীনের প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ওই ব্যবহারকারী সাথে যা হয়েছে তা খুবই দুঃখজনক। আমাদের কাছে ক্রেতারাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা তার সাথে যোগাযোগ করেছি। দ্রুত বিষয়টি সমাধান করা হবে।

এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও ভারতে দুই ক্রেতা একই অভিযোগ তুলেছিলেন। জানিয়েছিলেন, ওয়ানপ্লাসের নর্ড ২ মডেলের ফোন কেনার কিছুদিনের মধ্যেই মোবাইলটি বিস্ফোরিত হয়ে যায়।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours