এবার বাজারে আসছে ড্রোন ক্যামেরা ফোন

Estimated read time 1 min read
Spread the love

নিউজ ডেস্ক॥

 ড্রোন ক্যামেরা সাথে ফোন। অথবা ফোনের সাথে ড্রোন ক্যামেরা! তাহলে কেমন হয়? সেই অপেক্ষার শীঘ্রই সমাধান দিতে আসছে একটি কোম্পানি। একটি ফোনে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বাজার প্রতিযোগিতার কারণে গেলো কয়েক বছর ধরে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো প্রিমিয়াম হ্যান্ডসেট তৈরির ওপর বিশেষ ধরণের গুরুত্ব দিচ্ছে।

গ্রাহকদের হাতে আরও আকর্ষণীয় হ্যান্ডসেট তুলে দিতে নতুন নতুন ফিচার অ্যাড করা হচ্ছে। আর এক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে চীন। সম্প্রতি নতুন চমক দেখিয়েছে চীনা একটি কোম্পানি । তাদের নতুন ফোনে থাকছে একটি ড্রোন ক্যামেরা। গত মাসে কোম্পানিটি একটি কনসেপ্ট ফোনের প্রথম ছবি প্রকাশ্যে এসেছে। তারপর থেকেই এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ছবিতে একটি ছোট্ট ড্রোনের মতো ক্যামেরা মডিউল দেখা গেছে, আর তাতে আছে চারটি পাখা। মোট দুটি ক্যামেরা থাকছে এই মডিউলে।

তারা বলছে, এই ফোনের পেটেন্ট ডিজাইনের কারণে খুব সহজেই ফোনের ভেতরে ড্রোনটি ঢুকে যেতে পারে। ড্রোন ক্যামেরাটি সচল থাকা অবস্থায় ছবি ও ফোর-কে ভিডিও ধারন করতে পারে। ২০০ মেগা পিক্সেলের ড্রোন ক্যামেরার পাশপাশি এ হ্যান্ডসেটটিতে আরও থাকছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২ জিগাবাইট র‍্যাম।

তবে এই ড্রোনটি কিভাবে কাজ করবে এবং ফোনের মধ্যে কিভাবে ফিরে আসবে বা কতোদূর পর্যন্ত উড়তে পারবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ড্রোন ক্যামেরাসহ এই ফোনের খবর সামনে আসার পর থেকেই অনেকে ফোনের ব্যাটারি লাইফ নিয়ে প্রশ্ন তুলেছেন। ৬০০০ এমএএইচ ব্যাটারির সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে গ্রাহকদের।

ড্রোনটি একবার চার্জ করার পর কতক্ষণ তার ব্যাটারি অবশিষ্ট থাকবে, তা নিয়ে এখনও সন্দিহান বিশেষজ্ঞরা। তবে স্মার্টফোনের ক্ষেত্রে এটি একটি মাইলফলক ঘটনা হবে বএ মনে করছেন সংশ্লিষ্টরা। সাত ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটি চলতি আগস্ট মাসেই বাজারে আসবে। বাংলাদেশি মুদ্রায় এর দাম দাঁড়াবে প্রায় এক লাখ টাকা।

 

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours