অনলাইন ডেস্ক॥
আমেরিকার তরুণ বিজ্ঞানী সে, বয়স মাত্র ১৪ বছর। একটি সাবান আবিষ্কার করে সাড়া ফেলে দিয়েছেন তিনি। কারণ সেই সাবানেই ‘গায়েব’ হবে ত্বকের ক্যানসার! হেমান বেকেলে ভার্জিনিয়ার আনানডেলের নবম শ্রেণির ছাত্র।
যুগান্তকারী সাবান আবিষ্কার করে থ্রি এম এবং ডিসকভারি এডুকেশন থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছে হেমান। যা দেশের শীর্ষ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান প্রতিযোগিতাগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। হেমান পুরস্কার জেতার পর বলেন, ”আমি বিশ্বাস করি যে তরুণরাও বিশ্বে একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আমি সর্বদা জীববিজ্ঞান এবং প্রযুক্তিতে আগ্রহী এবং এই চ্যালেঞ্জ আমাকে আমার ধারণাগুলি প্রদর্শনের জন্য নিখুঁত প্ল্যাটফর্ম দিয়েছে। ”
হেমান গত চার মাস কাটিয়েছেন “আমেরিকার টপ ইয়াং সায়েন্টিস্ট” নামে অন্য নয়জন ফাইনালিস্টের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিযোগিতাটি পঞ্চম এবং অষ্টম শ্রেণির ছাত্রদের তাদের বিশ্বকে পরিবর্তন করতে একটি উদ্ভাবনী ধারণা তৈরি করতে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছিল।
পুরষ্কার জয়ী তরুণ বিজ্ঞানীরা ২৫ হাজার ডলার নগদ পুরস্কার পাবেন ।
+ There are no comments
Add yours