অনলাইন ডেস্ক॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,বিএনপি যে সন্ত্রাসী দল, এটা তারা আবার প্রমাণ করল। জনগণের ধিক্কার ছাড়া বিএনপির কপালে আর কিছু জুটবে না।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘মাঝখানে কিছুদিন বিএনপি রাজনৈতিকভাবে কর্মসূচি করছিল। আমাদের সরকার কিছু তাদের কোনো বাধা দেয়নি। তাদের ওপর একটি শর্ত ছিল তারা যেন অগ্নিসন্ত্রাস-ভাঙচুর, এগুলো না করে। তারা যখন সুস্থ রাজনৈতিক কর্মসূচি করছিল, মানুষের আস্থা ও বিশ্বাসও ধীরে ধীরে অর্জন করতে শুরু করেছিল। কিন্তু ২৮ তারিখে যা ঘটাল তাতে জনগণের ধিক্কার ছাড়া আর কিছু জুটবে না।’
বিএনপির সঙ্গে বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যেদিন আমেরিকায় ট্রাম-বাইডেন বৈঠক করবে সেদিন আমরা বৈঠক করবো। খুনিদের সঙ্গে সংলাপের প্রশ্নই উঠে না।’
আগামী নির্বাচন ঘিরে আন্তর্জাতিক কোনো চাপ আছে কি না- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন কোনো চাপ নেই যেটা শেখ হাসিনাকে দিতে পারে, এটা মাথায় রাখতে হবে। কে কি চাপ দিলো, না দিলো এটাতে কিছু আসে যায় না।’
+ There are no comments
Add yours