এরশাদ ও বাদল সরকারের হত্যাকারী গ্রেফতার

Estimated read time 1 min read
Spread the love

 সফিকুল ইসলাম বাদল ( স্টাফ রিপোর্টা )

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে গত ১৭/১২/২০২১ রাত অনুমান ০৯.৪৫ ঘটিকার সময় নবীনগর থানাধীন নাটঘর ইউপিস্থ কুড়িঘর সাকিনের ১. এরশাদুল হক (৩৮), পিতা-ডাক্তার আবুল কাশেম চেয়ারম্যান, সাং-নান্দুরা, ইউপি-নাটঘর ও মটর সাইকেল চালক ২. বাদল সরকার (২৭), পিতা-সন্তোষ সরকার, সাং-কুড়িঘর, উভয় থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া গণকে গুলি করে হত্যা করার ঘটনায় জড়িত এজাহারনামীয় ১নং আসামী নজরুলের ঘনিষ্ট বন্ধু ও সহযোগী এবং ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানাধারী আসামী আশরাফুল আলম রাব্বি (৩৭), পিতা-মৃত মমিনুল ইসলাম, মাতা-রাহেলা ইসলাম, সাং-কাজিপাড়া (হাজী বাড়ি), সাহাপাড়া রোড, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অফিসার ইনচার্জ নবীনগর থানা আমিনুর রশিদ এর নের্তৃত্বে মামলার আইও ইন্সপেক্টর (তদন্ত) জনাব নূরে আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জেলা ডিবি পুলিশের সহায়তায় কসবা থানাধীন বিদ্যানগরের ভারতীয় সীমান্ত এলাকা হইতে অদ্য রাতে গ্রেফতার সহ হত্যাকান্ডের সময় ব্যবহৃত মটর সাইকেল উদ্ধার করেন। সে উক্ত হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের নিমিত্তে সারাসরি অভিযান অব্যাহত আছে।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours