এ.এম. টিভি বাংলার জন্মদিন পালিত

Estimated read time 1 min read
Spread the love

রুদ্র মোহাম্মদ ইদ্রিস॥

পহেলা জানুয়ারি একদিকে খ্রিস্টীয় নববর্ষ। অপরদিকে জনপ্রিয় আইপি চ্যানেল এ.এমটিভি বাংলার শুভ জন্মদিন। তার সাথে নতুন খুশির খবর যোগ হলো- একই সাথে এ.এম.টিভি বাংলার চেয়ারম্যান, দৈনিক ফ্রনটিয়ার পত্রিকার সম্পাদক ও এ মালেক গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল মালেক এর জন্মদিন। উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে জন্মদিন উদযাপনের জন্য এএমটিভি বাংলা পরিবারের পক্ষে ওইদিন ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন আয়োজন করা হয়। বেলা তিনটা থেকে মধ্যরাত পর্যন্ত চলে বিভিন্ন ধরণের আনন্দঘন অনুষ্ঠানমালা। এর মধ্যে ছিলো জন্মদিনের কেককাটা। আলোচনা অনুষ্ঠান। অনুভুতি ব্যক্ত করণ। নাচ গান কবিতা পাঠ ও আবৃত্তি। এবং সবশেষে পরিবেশিত হয় মনোমুগ্ধকর ও দৃষ্টিনন্দন যাদু। অনুষ্ঠানমালায় এ.এম.টিভি বাংলার প্রতিবেদন সেকশন এবং এন্টারটেইনমেন্ট যৌথভাবে অংশগ্রহন করে।

এ উপলক্ষ্যে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন ও সাংবাদিক মুজিবুর রহমান খান, নাট্যজন সোহেল আনোয়ার প্রমুখ। এসময় এ.এমটিভি বাংলার চেয়ারম্যান আবদুল মালেক অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তাদের উপস্থিতিতে একটি দৃষ্টিনন্দন কেক কাটা হয়। সাংবাদিক নেতৃবৃন্দকে অভিভাবক আখ্যায়িত করে এ.এমটিভি বাংলার চেয়ারম্যান আবদুল মালেক বলেন, আপনাদের পরামর্শের সিঁড়ি বেয়ে আগামীর পথে হাঁটছি।

এসময় তিনি তার বক্তৃতায় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংবাদিক নেতাদের কাছে। সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এ.এম.টিভি এগিয়ে যাবে- ভালো কাজের সাথে আছি এবং থাকবো। এ.এমটিভি বাংলা আগামীদিনে সৃজনশীল কাজের মাধ্যমে সমস্ত বিশে^ ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস ঐতিহ্যকে ছড়িয়ে দেবে- এমনটাই প্রত্যাশা করি। পুরো অনুষ্ঠানে আবদুল মালেক এর সহধর্মীনি এ.এমটিভি বাংলার পরিচালক শিরীনা বেগম- এই দম্পতির ছেলে আশরাফুল আলম ইয়াসিন, আরিফুল ইসলাম ইয়ামিন এবং একমাত্র কন্যা শারিয়া ইসলাম মাহিবা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শাহাদাৎ হোসেন সোহেল।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জিয়া কারদার নিয়ন পরিবেশন করেন অত্যন্ত মনোমুগ্ধকর যাদু শিল্প। তার যাদু এতোটাই প্রানবন্ত ছিলো যে- সবাইকে তা মুগ্ধ করে। ফলে গভীর রাত পর্যন্ত চলে যাদু প্রদর্শনী। যাদু প্রদর্শণীতে দর্শকদের অংশগ্রহনের মাধ্যমে আরো বেশি প্রাণবন্ত হয়ে উঠে নববর্ষ তথা এ.এমটিভি বাংলা ও এ.এমটিভি বাংলার চেয়ারম্যান এর জন্মদিনের পুরো অনুষ্ঠানমালা।

 

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours