ঐতিহাসিক স্থান ও স্মৃতি সংরক্ষণে ব্রাহ্মণবাড়িয়ায় মতবিনিময়

Estimated read time 0 min read
Spread the love

স্টাফ রিপোর্টার॥

মহান মুক্তিযুদ্ধের তীর্থভূমি খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ঐতিহাসিক স্থান ও স্মৃতি সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ। এ উদ্যোগের আওতায় তিন অর্থ বছরব্যাপী প্রকল্প গ্রহণ করা হয়েছে। রবিবার ০১ অক্টোবর দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে এ বিষয়ে জানান জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।

এসময় তিনি জানান, সীমান্তবর্তী জেলা হওয়ায় ব্রাহ্মণবাড়িয়াতে মুক্তিযুদ্ধের সময় বহু সম্মুখ সমরযুদ্ধসহ অন্যতম রণাঙ্গণ। এখানে বহু গণকবর, বধ্যভূমি, শহীদ সমাধি ও যুদ্ধস্থল রয়েছে। এসব স্মৃতিময় স্থানগুলো ও মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে জেলা পরিষদ থেকে ৫ কোটি টাকা ব্যয়ে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। ফলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন রাখেন বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, অ্যাডভোকেট আক্তার হোসেন সাইদ, আবু হুরায়রাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা প্রমুখ।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours