অনলাইন ডেস্ক॥
ফেসবুকে দুটো ছবি পোস্ট করেছেন পার্নো।
পূজা মণ্ডপে দেব-দেবীর সামনে বসে আছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী পার্নো মিত্র। তার পরনে শাড়ি, মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেয়া। কপালে টিপ, মুখে হাসি।
তার একটিতে এমন লুকে দেখা যায় তাকে। দুর্গাপূজার সময়ে এমন সাজে ক্যামেরাবন্দি হন পার্নো।
কিন্তু নেটিজেনদের বড় একটি অংশ কখনো কটাক্ষ, কখনো ‘নোংরা’ মন্তব্য করছেন ছবিগুলোর বিপরীতে। এরমধ্যে একজন লিখেছেন, যারা অভিনয় করে তাদের আবার লজ্জা আছে না কি। আরেকজন লিখেছেন, ক্লিভেজ না দেখালে কি আধুনিক হওয়া যায় না?
+ There are no comments
Add yours