কবিতা: হঠাৎ দেখি আকাশটা আজ
কবি: তাজইনা তাসনিম
হঠাৎ দেখি আকাশটা আজ
অনেক বেশি নীল
তুলোট মেঘের গোলক ধাঁধায়
ডুব সাঁতারে চিল।
গোলাপ গুলো আজকে যেন
অনেক বেশি লাল,
চাঁদটাও কি এতো বিশাল
দেখেছিলাম কাল?
ঝলমলিয়ে উঠলো হেসে
কাশফুলের ই দল
শুধাই তাদের আজকে এতো
কিসের খুশি বল?
যেদিকে আজ তাকাই দেখি
সব ই যে রঙিন
সবাই যেন বলছে “বাশার
শুভ জন্মদিন”।
(এটা বাশার খান অপূর্বকে নিয়ে লেখা)
রাজশাহী, বাংলাদেশ।
+ There are no comments
Add yours