কবি ও কথা সাহিত্যিক শৌমিক ছাত্তারের জন্মদিন আজ
আজ ০৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার কথাসাহিত্যিক ও সাদা মনের মানুষ হিসেবে পরিচিত কবি শৌমিক ছাত্তারের জন্মদিন। ছাত্রজীবনে প্রগতিশীল ধারার রাজনীতির সাথে জড়িত ছিলেন। একসময় দেশের দ্বিতীয় রাজধানী চট্টগ্রামে তার একটি প্রকাশনা সংস্থা থেকে অনেক বই বের হয়েছে। সে সময় তিনি অনেক শিশুতোষ বই লিখেছেন, যেগুলো প্রাথমিক বিদ্যালয়ে অর্থাৎ কিন্ডারগার্টেন লেভেলে ব্যাপক পাঠ্য ছিল।
চট্টগ্রামে থাকার সময় ১৯৯৮ থেকে ২০০০ সালে তার তিনটি উপন্যাস প্রকাশিত হয়। সেগুলো হলো- ভালোবেসে অবশেষে, হৃদয়ে বর্ষণ ও এ কেমন ভালোবাসা। তার বিখ্যাত একটি গল্পের নাম দুধ মিয়ার কাশি। এটি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়কে নিয়ে লেখা একটি ঐতিহাসিক দলিল।
তার জন্মস্থান জেলাার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামে। চাকুরি এবং ব্যবসার সুবাদে তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়ায় স্বপরিবারে বসবাস করছেন।
তিনি ব্রাহ্মণবাড়িয়া কবি পরিষদের সভপতি।
শহরের বিভিন্ন সাহিত্যের অনুষ্ঠানে মাঝে মধ্যে তাকে দেখা যায়। কিন্তু বস্তুত তিনি নিভৃতচারী লেখক হিসেবেই নিজেকে আড়ালে ওেরখে জীবনকে যাপন করতে পছন্দ করেন।
কিছু লোক যখন নিজের ঢোল নিজে পেটাতে ব্যস্ত, তখন তিনি নিজেকে লোক চক্ষুর আড়ালে রাখতেই পছন্দ করেন। তার মতে, প্রকৃত প্রতিভার মৃত্যু নেই। তার প্রচারের দরকার নেই। আত্মপ্রচার আত্মার মৃত্যু ঘটায়।
জন্মদিনে শতায়ু হোন এই কামনা করছি।
(লেখক: রুদ্র মোহাম্মদ ইদ্রিস, সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া কবি পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া)
+ There are no comments
Add yours