কবি ও গীতিকার মোঃ আঃ কুদদূস এর তিনটি কবিতা

Estimated read time 1 min read
Spread the love

১.অন্তহীন ফাঁকা

হাসপাতালের মতন রাতকে ভয় পাই
তাই
শুভ্রাকে বলেছিলাম, সন্ধ্যার আগেই নীড়ে ফিরে যেতে
তারপর আনন্দ আড্ডায় মেতে
না-হয় কাটিয়ে দিতে — নিঃশব্দের রাত
কিন্তু বিনে অজুহাত
সে যখন নীড়ে ফিরে
তখন পৃথিবী অন্ধ — অন্ধকারের অজস্র ভিড়ে
আমি পথ দেখি, হিম কুয়াশায় ঢাকা
শুভ্রা জানে, আমার সকল পথ তাকে ছাড়া অন্তহীন ফাঁকা
তাই বারবার
ডেকে আনে অন্ধকার

২৯ সেপ্টেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া

২. শিশির ভাঙা পথে

তোমাকে চাই
পাই বা না-পাই
ঘুমিয়ে যাওয়ার আগে
কিংবা ফুল ও পাখি যখন জাগে
হিম শীতলের শিশির ভাঙা পথে
নীরব পথিক হাঁটছি আপন মতে
তবুও আমি রোজ সকালে চাই
পাই বা না-পাই
ঘুম ভাঙ্গার পরে
খানিক সময় ধরে
মনোযোগের সাথে
দীর্ঘশ্বাসের কঠিন বজ্রপাতে
২৮ সেপ্টেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া

৩. তাই কবিতা লেখা হয়

শুভ্রা, আমার কবিতা পড়ে তাই লিখি।
জানো, এখন আমি একাকী ভিজতে শিখেছি।
রোজ স্বপ্ন দেখি, একা হারিয়ে যাই নীলাদ্রি বনে।
মেঘের ডানায় ভেসে বেড়াই রাজকন্যার দেশে।
শুভ্রা, তা জানে না।
তাই সে শুধু শুধায়, কবি, কবিতা লিখবা না?
শুভ্রা, কবিতা পড়ে বলেই শুকিয়ে যাওয়া কাশবনের মতন
এলেমেলো কবিতা লিখি রাতবিরাতে।
শুভ্রা, কবিতাকে ভালোবাসে।
তাই কবিতা লেখা হয় আমার।
২৫ সেপ্টেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours