কবি মোঃ আঃ কুদদূস এর তিনটি কবিতা
০১) ব্যাকরণ ছাড়াও কবিতা হয়
ঘুমোট মেঘের কোলে হেসে উঠল হেমন্তের চাঁদ
মিধিলি আটকাতে পারল না সেই চাঁদের নাঙা হাসি
যদিও তার গতিপ্রকৃতি দানবের মতো উম্মাদ
তাই ঝড়তুফানের বুকেই সাবলীল ভঙ্গিতে শুধাল–
ব্যাকরণ ছাড়াও কবিতা হয়
হয়তো হয়
কিংবা হয় না
কিন্তু কবিতা কী তাই তো জানি না
শুধু জানি, শব্দের সাঝঘরে দ্রৌপদীর অনাবিল আনন্দাগমন।
১৭ নভেম্বর ২০২৩
বরিশাল
০২) কে তুমি
কে তুমি?
পূর্ণিমার চাঁদের মতো — নির্মল
বনবিথীর ছায়ার মতো — শীতল
আমন ধানের ক্ষেতের মতো –ঐশ্বর্যময়ী
চিম্বুকের মতো — স্থির
তিতাসের জলের মতো –স্বচ্ছ
দাঁড়কাকের চোখের মতো –কোমল
ডাহুকীর ঠোঁটের মতো –বর্ণিল
তোমাকে এতো ডাকি, তবু কেন শুক্রের মতো শুধু দূরে যাও
কে তুমি?
কি তোমার পরিচয়?
পুরো শরতের শরীর জুড়ে তুমি অক্ষয়
শুধু একবার বলো, কে তুমি?
কি তোমার পরিচয়?
১৯ নভেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া
০৩) চাই শক্ত আঘাত
একাকী থাকতে শিখে গেছি
তাই আর কোকিল হতে চাই না
রাতবিরাতে ঘুরে দেখতে চাই চিম্বুকের মতো অলকানন্দার চিবুক
কিংবা ভরা বর্ষায় মাধবকুণ্ডের মতো কৃষ্ণ কেশ
একাকী থাকা শিখে গেছি তাই
আমার আর কোনো সাধ নাই —
পৃথিবীর পথে পথে সূর্যের মতো আলো ছড়াতে
আমি শুধু চাই —
বৈশাখী ঝড়ের মতো শক্ত আঘাত
২০ নভেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া
+ There are no comments
Add yours