বুধবার রাত ৮টায় গোপীনাথপুর নতুন বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত খেলার উদ্বোধক ছিলেন, গোপীনাথপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আবু তাহের মোল্লা।
চিকিৎসক মোঃ মোয়াজ্জেম হোসেন অবিদ এর পরিচালনায় ও সৌদি আরব প্রবাসী আব্দুল কুদ্দুস সরকারের পৃষ্ঠপোষকতায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশুরাম সরকারি কলেজের অধ্যক্ষ আবু কাওসার মোঃ হারেজ মোল্লা। এতে সভাপতিত্ব করেন, ৬নং গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম.এ মান্নান জাহাঙ্গীর। খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপীনাথপুর নতুন বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ মমিনুল ইসলাম মলাই।
জমজমাট ও আকর্ষণীয় ফাইনাল খেলায় টিম লায়ন্স কে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় টিম টাইগার্স। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এই হাডুডু ফাইনাল খেলা দেখতে এলাকার প্রায় হাজারো দর্শক গভীর রাত পর্যন্ত উপস্থিত ছিলেন। খেলার চ্যাম্পিয়ন পুরস্কারদাতা সৌদি আরব প্রবাসী মোঃ নাদিম সরকার ও রানার্সআপ পুরস্কারদাতা গোপীনাথপুর নতুনবাজার আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোঃ জিয়াউর রহমান।
মোহাম্মদ আজিজুল এর সঞ্চালনায় ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপীনাথপুর ১নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী মোঃ মাসুদ মোল্লা ও মোঃ রমজান ভূঁইয়া এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ বিল্লাল হোসেন, মালু মিয়া, রুবেল চৌধুরী, জিতু সরকার, মোঃ নজরুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম সহ আরো অনেকে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, একসময়কার অত্যন্ত জনপ্রিয় এ হাডুডু খেলা টি এখন প্রায় বিলুপ্তির পথে, নতুন প্রজন্মের সকলের উচিত এই খেলাটি চর্চা করে তার ঐতিহ্যকে ফিরিয়ে আনা, তারা আরো বলেন, খেলাধুলা মন মানসিকতা ভালো রাখে, তাই মাদক সহ অন্যান্য নেশার জগত থেকে যুব সমাজকে বাঁচাতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি যুবসমাজকে এ ধরনের খেলাধুলা চর্চা অব্যাহত রাখার প্রতি আহ্বান জানান তারা।
পরে রানার্সআপ দলের হাতে রানার্স-আপ ট্রফি ও চ্যাম্পিয়ন দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা।
+ There are no comments
Add yours