কসবায় গোপীনাথপুর ইউনিয়নে মেম্বার প্রার্থীর মিছিল পথসভা

Estimated read time 1 min read
Spread the love

মোহাম্মদ ইসমাইল হোসেন  (আখাউড়া প্রতিনিধি) :
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬নং গোপীনাথপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ রমজান ভূঁইয়া’র উদ্যোগে গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ইউনিয়নের ১নং ওয়ার্ডের নতুন বাজার থেকে শুরু হয়ে নির্বাচনী শোডাউন ও গণ মিছিল বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, মমিনুল ইসলাম মলাই, বীর মুক্তিযোদ্ধা খারিজ খন্দকার, বীর মুক্তিযোদ্ধা অহিদ মিয়া, ইদ্রিস খন্দকার, জসিম মিয়া, কাউসার মিয়া, হুমায়ুন মিয়া, মতিন ভূঁইয়া, মোঃ জহিরুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, গোপীনাথপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ রমজান ভূঁইয়া একজন সমাজ সেবক, সৎ যোগ্য ও বিচক্ষণ ব্যক্তি। তাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন হবে। এসময় মেম্বার পদপ্রার্থী মোঃ রমজান ভূইয়া বলেন, আমাকে যদি এই এলাকার জনগণ ভোট দিয়ে মেম্বার হিসেবে নির্বাচিত করে, তাহলে এলাকার মাদক নির্মূল সহ রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন করবো, এই এলাকার জনগণ সুখে-দুখে দিনে অথবা রাতে সর্বদা আমাকে তারা তাদের পাশে পাবে। উল্লেখ্য আগামী ৩১শে জানুয়ারি কসবা উপজেলার সবকটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours