কাকতালীয় নাকি প্রকৃতির প্রতিশোধ ? – তাজইনা তাসনীম

Spread the love

নদীর ধারে হাঁটতে যেয়ে
হঠাৎ দেখি একটা খেঁকশিয়াল
আমায় দেখে দৌড়ে পালালো।
ওর মুখে যেন অবিকল তোমারই আদল
এমন অদ্ভুত ঘটনাও ঘটে!

ঠিক পঁচিশ বছর আগে,
যখন টের পেলাম, আমার দেহে
ধীরে ধীরে বেড়ে উঠছে
একটি কোমল কোরক,
তোমাকে বলতেই, মুখ লুকিয়ে
পালিয়ে গেলে ভীরু শেয়ালের মত।

তারপর কি আর বলবো
বাকী গল্পটা আমার একার
মাথা উঁচু করে টিকে থাকার যুদ্ধ;
প্রাণপণ লড়াইয়ের ইতিহাস।

বহুদিন পর তোমার সাথে দেখা
ময়লা জামা পরে হেঁটে যাচ্ছো
ঘোলাটে চোখে উদাসীন দৃষ্টি,
কাকতালীয় বলব ,নাকি
প্রকৃতির প্রতিশোধ?
ঠিক বুঝতে পারছি না।

( কবি তাজইনা তাসনীম- রাজশাহী)

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours