অনলাইন ডেস্ক ॥
কানাডার টরন্টোতে একজন সাংবাদিক একটি লাইভ অনুষ্ঠান উপস্থাপনার সময় বাতাসে উড়তে থাকা মাছি গিলে ফেলেন। গ্লোবাল নিউজের একজন উপস্থাপক ফারাহ নাসের দুর্ঘটনাক্রমে মাছিটি গিলে ফেলেছিলেন।
সেই ভিডিও নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। পরে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
কিন্তু এতে তিনি মোটেই বিরক্ত না হয়ে দক্ষতার সাথে লাইভ অনুষ্ঠানের উপস্থাপনা চালিয়ে যান।
নিজের টুইটার অ্যাকাউন্টে এই ঘটনার ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘ভিডিওটি পোস্ট করছি কারণ আজকাল আমাদের সকলের হাসির প্রয়োজন। আমি আজ বাতাসে উড়তে থাকা একটি মাছি গিলে ফেলেছি। ‘
৩০ আগস্ট ভিডিওটি পোস্ট করার পর থেকে প্রায় এক লাখ বার দেখা হয়েছে এবং প্রায় এক হাজার ৬০০ মানুষ ভিডিওটিতে লাইক দিয়েছেন।
সরাসরি সম্প্রচারের সময় নাসের পাকিস্তানের বন্যার কথা বলছিলেন। তখন মাছিটি আক্রমণ করে। মাছিটি গিলে ফেলার পর ভ্রু কুচকে এবং গলা পরিষ্কার করে মুহূর্তের মধ্যেই তিনি আবার কথা বলা শুরু করেন যেন কিছুই ঘটেনি। মনে হচ্ছিল তিনি একটি সংক্ষিপ্ত বিরতি নিয়েছেন।
ভিডিওর প্রতিক্রিয়ায় নেটিজেনরা বলেছেন, তিনি পেশাদারের মতো পরিস্থিতি সামাল দিয়েছেন। সবাই তার প্রশংসা করেছেন।
নাসের একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘ভিডিওটি দেখে মানুষের হাসি পাওয়ায় আমি খুবই আনন্দিত। আমি নিশ্চিত আমার জায়গায় অন্য কেউ হলেও একই কাজ করতেন। কারণ খবর থামানো সম্ভব না। ‘
মাছিটির ব্যাপারে নাসের বলেছেন, ‘আমি আশা করি মাছিটি সুন্দর ভাবে জীবনযাপন করছে!’
সূত্র : এনডিটিভি।
+ There are no comments
Add yours