অনলাইন ডেস্ক॥
আগামীকাল থেকে রাজধানী ঢাকায় চার পণ্যের ট্রাক সেল শুরু হচ্ছে। উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন পয়েন্টে ট্রাক থাকবে; যেখান থেকে কম দামে দুই কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি আলু কেনা যাবে।
দুএক দিন পরে এই তিন পণ্যের সঙ্গে যোগ হবে দুই কেজি পেঁয়াজ। প্রথম দিনে ২৫ থেকে ৩০টি ট্রাকে পণ্য বিক্রি শুরু হবে। সরবরাহ বাড়লে ট্রাকের সংখ্যাও বাড়বে।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘এক কোটি পরিবারের মধ্যে আমরা তিনটা পণ্য গত বছরের মার্চ মাস থেকে দিচ্ছিলাম। এ বছরের জুলাই থেকে আমরা এর সঙ্গে পাঁচ কেজি চালও যুক্ত করেছি। এক কোটি পরিবার তেল, চিনি ও ডালের সঙ্গে পাঁচ কেজি চাল প্রতি মাসে পাচ্ছে।’
জেলা পর্যায়ে প্রশাসন বাজার নিয়ন্ত্রণে কাজ করছে জানিয়ে তপন বলেন, ‘ঢাকা শহরে যেহেতু কোনো কোল্ড স্টোরেজ নেই এবং অনেক মানুষের চাপ, দ্রব্যমূল্য একটু বেশিই থাকে। বিভিন্ন অঞ্চল থেকে আসে, পরিবহন ব্যয়টা যোগ হয়, সব মিলিয়ে দাম বেশি থাকে। ঢাকা শহরের দুই সিটি করপোরেশন এলাকায় টিসিবির ১৩ লাখ ফ্যামিলি কার্ড আছে, এই পরিবারগুলো আমাদের পণ্য পাচ্ছে প্রতি মাসে। রমজান মাসে আমরা দুইবার দিয়ে থাকি। সে সময় খেজুর-ছোলা, অন্যান্য পণ্য যোগ হয়।
‘আগামীকাল থেকে আমরা ট্রাক সেল শুরু করব। প্রথম দিন হিসেবে ২৫ থেকে ৩০টি ট্রাক বিভিন্ন জায়গায় থাকবে। এটা ট্রাক সেল, কার্ড ভিত্তিক না-যিনি আসবেন, তিনি পাবেন। দুই কেজি মসুরের ডাল, দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি আলু আর দুই কেজি পেঁয়াজ,’ বলেন তিনি।
বাণিজ্য সচিব আরও বলেন, ‘কাল থেকেই পেঁয়াজ পারব কি না..কারণ সোনা মসজিদ ও হিলি থেকে পেঁয়াজ আনতে হবে। সে জন্য দুএক দিন সময় লাগতে পারে। বাকি তিনটি পণ্যের আমরা কাল থেকেই ট্রাক সেল শুরু করব।’
+ There are no comments
Add yours