কিয়ামতের দিন যারা অপমানিত হবে

Estimated read time 1 min read
Spread the love

অনলাইন ডেস্ক॥
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘সেদিন কোনো কোনো মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। কোনো কোনো মুখমণ্ডল হবে বিবর্ণ, তারা আশঙ্কা করবে যে এক ধ্বংসকারী বিপর্যয় তাদের ওপর আপতিত হবে।
’ (সুরা : কিয়ামাহ, আয়াত : ২২-২৫)

এখানে সেই সব মানুষের আলোচনা করা হলো, আল্লাহ যাদের অপমানিত করবেন।

১. যারা কোনো মুসলমানের সম্মান নষ্ট হতে দেখেও তা রক্ষায় এগিয়ে আসে না, আল্লাহ তাদের অপমান করবেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তির সামনে কোনো মুমিনকে অপমান করা হলো এবং সে তাকে সাহায্য করল না, অথচ সে সাহায্য করতে সক্ষম ছিল, কিয়ামতের দিন আল্লাহ সমগ্র সৃষ্টির সামনে তাকে অপমান করবেন। (মুসনাদে আহমাদ, হাদিস : ১৫৯৮৫)

২. যারা মানুষের প্রশংসা কুড়ানোর জন্য আমল করে, কিয়ামতের দিন আল্লাহ তাদের অপমান করবেন।
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য বা প্রশংসার আশায় আমল করে, কিয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে আল্লাহ তা প্রকাশ করে দেবেন।’ (আল বাজ্জার, হাদিস : ২৬৫৭)

৩. কিয়ামতের দিন আল্লাহ অবিশ্বাসী ও মুনাফিকদের মিথ্যাচার প্রকাশ করে দেবেন। ফলে তারা মানুষের সামনে অপমানিত হবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, কিয়ামতের দিন মুমিন ব্যক্তিকে তার রবের নিকটবর্তী করা হবে।

৪. যারা মানুষের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করে পরকালে আল্লাহ তাদের অপমান করবেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাস ভঙ্গকারীর জন্য পতাকা হবে। (সহিহ বুখারি, হাদিস : ৩১৮৬)

৫. আল্লাহর ব্যাপারে যারা মিথ্যাচার করে তিনি পরকালে তাদের অবমাননাকর অবস্থায় উপস্থিত করবেন। আল্লাহ বলেন, ‘যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে তাদের চেয়ে বেশি অবিচারকারী আর কে? তাদের উপস্থিত করা হবে তাদের প্রতিপালকের সামনে এবং সাক্ষীগণ বলবে, তারাই তাদের প্রতিপালকের বিরুদ্ধে মিথ্যারোপ করেছিল। সাবধান! আল্লাহর অভিশাপ অবিচারকারীদের ওপর।’ (সুরা : হুদ, আয়াত : ১৮)

৬. কোনো ব্যক্তি যখন সাক্ষ্য গোপন করে এবং এর মাধ্যমে মুসলমানের অধিকার নষ্ট হয়, আল্লাহ পরকালে তাদের অপমানজনক শাস্তি দেবেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকল বা তা গোপন করল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সবার সামনে নিজের গোশত খেতে বাধ্য করবেন। তাকে এমন অবস্থায় জাহান্নামে প্রবেশ করাবেন যে তার জিহ্বা ঝুলতে থাকবে। (ইতহাফুল খাইরাতিল মুহাররাহ : ২/২৯১)

৭. যে পুরুষ ও নারী নিজেদের দাম্পত্য জীবনের গোপনীয়তা প্রকাশ করে দেয় কিয়ামতের দিন তারা অপমানিত হবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি হবে আল্লাহর কাছে নিকৃষ্টতম পর্যায়ের, যে তার স্ত্রীর সঙ্গে মিলিত হয় এবং স্ত্রীও তার সঙ্গে মিলিত হয়, অতঃপর সে তার স্ত্রীর গোপনীয়তা ফাঁস করে দেয়। (সহিহ মুসলিম, হাদিস : ৩৪৩৪)

৮. নিজ সন্তানের পিতৃপরিচয় অস্বীকারকারীকে আল্লাহ অপমানিত করবেন। মহানবী (সা.) বলেন, যে ব্যক্তি জেনে-বুঝে নিজের সন্তানকে অস্বীকার করবে, আল্লাহ তাকে নিজের সাক্ষাৎ দেবেন না এবং কিয়ামতের দিন পুরো সৃষ্টির সামনে তাকে অপমানিত করবেন। (তুহফাতুল মুহতাজ : ২/৪১১)

আল্লাহ সবাইকে কিয়ামতের দিন অসম্মানিত হওয়া থেকে রক্ষা করুন। আমিন।

 

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours