কী কী থাকছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে

Estimated read time 1 min read
Spread the love

অনলাইন ডেস্ক॥
৪ অক্টোবর অনুষ্ঠিত হবে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণাঢ্য এক আয়োজন রেখেছে বিসিসিআই।
দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। আর মাত্র তিন দিন পর শুরু হচ্ছে মাঠের লড়াই।

বিশ্বকাপের উদ্বোধনী বিভিন্ন পরিবেশনায় থাকবেন বেশ কয়েকজন বলিউড অভিনেতা-অভিনেত্রী ও গায়ক-গায়িকা। যার মধ্যে থাকবেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে, গায়ক ও সংগীত পরিচালক শঙ্কর মহাদেভান, কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল ও অরিজিত সিং।

এছাড়াও বলিউড তারকা রণবীর সিং ও তামান্না ভাটিয়াকে দেখা যাবে জমকালো এই আয়োজনে। বিশ্বকাপের থিম সংয়ে নজর কাড়া রণবীর মাতাবেন উদ্বোধনী অনুষ্ঠানও।

উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের ঐতিহ্য তুলে ধরবেন বলিউড তারকারা। সেই সঙ্গে উপস্থিত থাকবেন ১০ দেশের অধিনায়করা। এছাড়াও বিসিসিআই ও আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরব উপস্থিতি দেখা যাবে।

অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। একই মাঠে পরের দিন মুখোমুখি হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। ওই ম্যাচের টিকিট দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন দর্শকরা।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours