অনলাইন ডেস্ক॥
কুমিল্লায় বারোমাসি বা অমৌসুমী টমেটোর বাম্পার ফলন হয়েছে। এই বারোমাসি টমেটো চাষ করে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন, দাউদকান্দি উপজেলার সাতপাড়া গ্রামের বাসিন্দা শাওন সরকার নামে এক ব্যক্তি। গণমাধ্যমের প্রতিেিবদন থেকে জানা যায়- ৫০ শতাংশ জমিতে বারোমাসি টমেটো চাষ করেছেন তিনি।
শাওন জানান, ৫০ শতাংশ জমিতে বারোমাসি টমেটো চাষ বাবদ তার দেড় লাখ টাকারও বেশি খরচ হয়েছে। ইতিমধ্যে তিনি ৪০ হাজার টাকার টমেটো বিক্রি করছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, গাছে যে পরিমাণ টমেটো রয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে আরও ৩ লাখ টাকার মতো টমেটো বিক্রি করতে পারবেন।
শাওন জানান, কসমেটিক দোকান পরিচালনা করার পাশাপাশি তিনি এ টমেটো চাষ করেছেন। ভবিষ্যতে আরও ১০ বিঘা জমিতে টমেটো চাষ করার পরিকল্পনা রয়েছে। আশপাশের বিভিন্ন এলাকার লোকজন এসে তার টমেটো ক্ষেত দেখে যাচ্ছেন। অনেকে পর্রামশ নিচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, খেত থেকে টমেটো তুলছেন শাওন। তিনি গণমঅধ্যমকে বলেন, গত ১৫ জুলাই ৫০ শতাংশ জমিতে টমেটোর চারা রোপণ করেন। বর্তমানে পাকা টমেটো স্থানীয় বাজারে খুচরা ও পাইকারী বিক্রি করছেন। ভালো দাম পাওয়ায়, খুচরা ও পাইকারি টমেটো বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন।
জানা গিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকায় টমেটোর বাম্পার ফলন হয়েছে। এখন বাজারে টমেটোর দামও ভালো পাচ্ছেন কৃষক।
+ There are no comments
Add yours